পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় এক মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে মাছ মেরেছে দুর্বৃত্তরা। বুধবার মধ্যরাতে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের গহিনখালী গ্রামে এ ঘটনা ঘটে। এতে পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত ঘের মালি।
স্থানীয়রা জানায়, এক বছর আগে দুই লাখ টাকা ব্যয় করে গহিনখালী নিজ গ্রামে মাছ চাষের জন্য ঘের করেন রনি হাওলাদার। সেখানে রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির লক্ষাধিক টাকার মাছ চাষ করেন তিনি। বুধবার মধ্যরাতে তার সেই ঘেরে বিষ দিয়েছে দুর্বৃত্তরা। ফলে বৃহস্পতিবার সকাল থেকে বিক্রয় উপযোগী মাছগুলো মরে ভেসে উঠতে থাকে।
পাঁচ লাখ টাকা ক্ষতির কথা উল্লেখ করে ঘের মালিক রনি হাওলাদার বলেন, আমার অনেক বড় ক্ষতি হয়ে গেছে। আমি কারোর ক্ষতি করি নাই। কিন্তু আমার এ রকম ক্ষতি কে করল?
রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
যাযাদি/ এস
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd