শেরপুর সরকারী বালিকা উচ্চবিদ্যালয়ে ফেরদৌস জাহান ছাত্রী হোস্টেল চালু

প্রকাশ | ০৪ মার্চ ২০২১, ২১:৩৯

শেরপুর প্রতিনিধি

শেরপুর সরকারী বালিকা উচ্চবিদ্যালয়ে ফেরদৌস জাহান ছাত্রী হোস্টেলের নামফলক উন্মোচন করা হয়েছে।

৪ মার্চ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় শেরপুর সরকারী বালিকা উচ্চবিদ্যালয়ের তিনতলা ভবনটি  ফেরদৌস জাহান ছাত্রী হোস্টেল নামে  ফলক উন্মোচন করেন শেরপুরের  জেলা প্রশাসক আনারকলি মাহবুব এবং শেরপুর পৌরসভার নবনির্বাচিত  মেয়র আলহাজ্ব গোলাম কিবরিয়া লিটন। সঙ্গে ছিলেন জেলা শিক্ষা অফিসার মো. রেজুয়ান ও সাবেক প্রধান শিক্ষক জীবন কৃষ্ণ বসু। ফেরদৌস জাহানের জামাতা বাংলাদেশ প্রতিদিনের  চিফ নিউজ রিপোর্টার  মো. মঞ্জরুল ইসলামসহ তিন জামাতা ও তিন মেয়ে ও আত্মীয়স্বজনসহ অনেকে।

 

পরে বিদ্যালয়ের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষিকা এ্যানি সুরাইয়া মিলোজের সভাপতিত্বে প্রধান অতিথি জেলা প্রশাসক আনার কলি মাহবুব। বিশেষ  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন।

 

উপস্থিত ছিলেন সাংবাদিক সঞ্চিব চন্দ্র বিল্টু,  অ্যাডভোকেট আব্দুর রহিম বাদল, আদিল মামুদ উজ্জ্বল, মাসুদ হাছান বাদল, আব্দুর রফিক মজিদ , তপু সরকার হারুন, ইমরান হোসেন রাব্বি জুবাইদুল ইসলাম ও শেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তাপস কুমার সাহা এবং বিদ্যালয়ের  শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ।

 

যাযাদি/এস