খুলনার ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় রোহান শিপিংয়ের কর্মকর্তা আহসান হাবিব (৪২) নিহত হয়েছেন। সে সাতক্ষীরা জেলার দেভাটা থানার গোপাখালী গ্রামের আব্দুল কাশেমের পুত্র। আজ শুক্রবার সকাল ১১টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া পেট্রোল পাম্পের পাশে এ দুর্ঘটনা ঘটে। ডুমুরিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা লাশ উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে প্রেরণ করেছে।
জানা যায়, আহসান হাবিব মটর সাইকেল চালিয়ে খুলনা থেকে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলো। গুটুদিয়া তেল পাম্পের সামনে একটি কাঁচামালবাহী ভ্যানকে তিনি পাশ কাটিয়ে ওঠার সময় পেছন দিক থেকে আসা একটি পরিবহনের চাপা পড়ে। এতে হাবিব ঘটনাস্থলেই নিহত হন।
এসময়ে কাঁচামালবাহী ভ্যান চালক ডুমুরিয়ার আমীর গাজী (৪০) আহত হয়। তবে ঘাতক বাসটি পালিয়ে গেছে। নিহত হাবিব রোহান শিপিংয়ের এক কর্মকর্তা বলে ফায়ার সার্ভিস সুত্রে জানানো হয়েছে।
যাযাদি/এসএইচ
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd