টাঙ্গাইলে তৃতীয় শ্রেণির কর্মচারী পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন

প্রকাশ | ০৫ মার্চ ২০২১, ১৯:৩৭

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল

টাঙ্গাইল সদর উপজেলায় বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার(৫ মার্চ) সকালে টাঙ্গাইলের সন্তোষস্থ জাহ্নবী উচ্চ বিদ্যালয়ের হলরুমে সদর উপজলা শাখার এ সম্মেলনের আয়োজন করে।

 

টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সম্মেলনে টাঙ্গাইলের সাংগঠনিক উত্তর ও দক্ষিণ এবং সদর উপজেলা শাখার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সম্মেলনে বক্তারা কেন্দ্র ঘোষিত পাঁচ দফা দাবি আদায়ে বিভিন্ন কর্মসূচি পালন সম্পর্কে দিক নির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করেন।  টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক রাজন চন্দ্র দাস সম্মেলন সঞ্চালনা করেন।

 

তাদের দাবির মধ্যে রয়েছে, তৃতীয় শ্রেণির কর্মচারীর বেতন গ্রেড ১১তম প্রদান, পদের নাম প্রশাসনিক কর্মকর্তা, ম্যানেজিং কমিটিতে অন্তরভুক্তি, দ্রুত পদোন্নতির ব্যবস্থা ও জাতীয় করণ ইত্যাদি।

 

যাযাদি/ এমডি