গাজীপুরে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে মশাল মিছিল

প্রকাশ | ০৫ মার্চ ২০২১, ২১:৪১

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর জেলা শহরে প্রগতিশীল ছাত্র সংগঠনের উদ্যোগে শুক্রবার রাতে মশাল মিছিলের আয়োজন করা হয়। এ সময়ে ছাত্রসংগঠনগুলোর গ্রেপ্তারকৃত ছাত্রনেতাদের মুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানায়।

 

প্রগতিশীল ছাত্র সংগঠনের উদ্যোগে গাজীপুর জেলা শহরের শিববাড়ী এলাকা থেকে মশাল মিছিল বের হয়ে ভাওয়াল রাজবাড়ী রোড প্রদক্ষিণ করে। মশাল মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট গাজীপুর মহানগর আহ্বায়ক মাধব চন্দ্র মন্ডলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদের সঞ্চালনায় ব্ক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (মার্ক্সবাদী) জেলার সংগঠক আহমেদ সাবের, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট গাজীপুর সদর থানা সংগঠক গোলাম মাওলা, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন গাজীপুর জেলা সংসদের সভাপতি দিদারুল ইসলাম শিশির।

 

সমাবেশে বক্তারা অবিলম্বে গ্রেপ্তারকৃত ছাত্রনেতাদের মুক্তি এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানান।

 

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট গাজীপুর মহানগর আহ্বায়ক মাধব চন্দ্র মন্ডল বলেন, বর্তমান সরকার সংস্কৃতিমনা ও প্রগতিশীল লেখকদের উপর খড়গহস্ত হয়েছে। নির্বিচারে কারাবন্দী করে অত্যাচার করছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর মাহেন্দ্রক্ষণে মানুষের গণতান্ত্রিক অধিকার, মত প্রকাশের অধিকারের দাবি জানান তিনি।

 

যাযাদি/ এমডি