শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সরাইলে ঢাকা ম্যারাথন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
  ০৬ মার্চ ২০২১, ১৯:৪৯

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে “বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১” অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত ম্যারাথন উদ্বোধন করেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলী আজাদ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল হক মৃদুল, কুমিল্লা সেনানিবাসের লেঃ মাহিম মিজবাহ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফারজানা প্রিয়াংকা, ডাঃ মো. মুনতাছির, মাধ্যমিক শিক্ষা অফিসার সহিদ খালিদ জামিল খান, প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল আজিজ, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, সরাইল মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ বদর উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অ্যাডভোকেট মোঃ নাজমুল হোসেন প্রমুখ।

পাঁচ কিলোমিটারের এই ম্যারাথনে বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা কর্মচারী, শিক্ষক শিক্ষার্থী, সাংবাদিক সাহিত্যিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সহস্রাধিক নারী পুরুষ অংশ নেন। উপজেলা পরিষদ চত্বরে নির্মণাধিন বঙ্গবন্ধু ম্যুরালের সামনে থেকে ম্যারাথ শুরু হয়ে সরাইল-নাসিরনগর সড়কের হাসপাতাল মোড়, ফায়ার সার্ভিস অফিস সংলগ্ন ব্রিজ পর্যন্ত হয়ে পুনরায় সেখানে এসে শেষ হয়।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে