শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে ১০ কিলোমিটার ম্যারাথন

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
  ০৬ মার্চ ২০২১, ২০:৪৩

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে ৬ মার্চ রাউজান-রাঙামাটি সড়কের ১০ কিলোমিটার ম্যারাথন করেছেন রাউজানের কয়েক হাজার নারী-পুরুষ। স্থানীয় সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর নেতৃত্বে এই ম্যারাথনের আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগ যৌথ উদ্যোগে। রাউজানের প্রবেশপথ হালদা সেতুর সর্তারঘাট এলাকায় বিশাল সমাবেশ আয়োজনের মাধ্যমে ১০ কিলোমিটার পথে এই ম্যারাথন যাত্রার শুভ উদ্বোধন করেন এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। সঙ্গে ছিলেন সাংসদপুত্র তরুণ রাজনীতিক ফারাজ করিম চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে সাংসদ বলেন, জাতির জনকের জন্মশতবার্ষিকীর এই কর্মসূচিতে লাল সবুজের পোশাক পরে দুই হাজার নরনারীর সঙ্গে দীর্ঘ এই ম্যারাথনে অংশ নিয়েছেন রাউজানের বিভিন্ন বয়সি কয়েক হাজার মানুষ। সবাই এই কর্মসূচিতে যোগ দিয়েছেন জাতির জনক বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করতে। স্বতঃস্ফূর্ত সাড়া জাগানো এই ম্যারাথন হয়ে থাকবে স্মরণীয়। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন তরুণ রাজনীতিক সাংসদ পুত্র ফারাজ করিম চৌধুরী, রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুল ওহাব, সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। সকাল নয়টায় শুরু হওয়া ১০ কিলোমিটার পথের এই ম্যারাথন শেষ হয় সাড়ে ১১টায় উপজেলা সদরের জলিলনগরে। এখানে পদযাত্রায় অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখতে গিয়ে সাংসদ ফজলে করিম চৌধুরী বলেন, ৭ মার্চ ও ১৭ মার্চ বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্যে পালিত হবে। এসব কর্মসূচিতে সবাইকে উপস্থিত থাকার জন্য তিনি আহ্বান জানান।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে