শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মহেশপুর সীমান্তে নারী-শিশুসহ ৭ জন আটক

ঝিনাইদহ প্রতিনিধি
  ০৭ মার্চ ২০২১, ১৯:০৬

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় নারী দালালসহ নারী ও শিশুসহ সাতজনকে আটক করেছে বিজিবি। শনিবার রাত ১ টার দিকে মহেশপুর উপজেলার কচুয়াপোতা গ্রামের মাঠ থেকে তাদের আটক করা হয়।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, কয়েকজন বাংলাদেশ অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজন পুরুষ, দুইজন নারী ও এক শিশুকে আটক করা হয়। আটককৃতদের বাড়ি ঝিনাইদহের শৈলকুপা, নড়াইলের কালিয়া ও মাদারীপুরের রাজৈর উপজেলায়। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মহেশপুর থানায় মামলা করা হয়েছে। তারা কাজের উদ্দেশ্যে অবৈধ পথে ভারত যাচ্ছে বলে যোগ করেন এই বিজিবি কর্মকর্তা।

এর আগে ৫ মার্চ ভোরে জেলার মহেশপুর সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে অবৈধ পথে ভারত যাওয়ার সময় এক দালালসহ ১৮ জনকে আটক করে বিজিবি। এ নিয়ে চলতি বছরের জানুয়ারী থেকে এ পর্যন্ত ঝিনাইদহের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে আসা যাওয়ার অভিযোগে ১৯২ নারী, পুরুষ, শিশু এবং সহায়তাকারী ১৪ দালালকে আটক করে বিজিবি।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে