কিশোরগঞ্জে মাঠ মাতালেন ৮০ সনের তরুণরা

প্রকাশ | ০৭ মার্চ ২০২১, ১৯:৫৯

মোঃ আশরাফ আলী, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জ জেলা ক্রীড়াপ্রেমিক এক সময়ের মাঠ কাঁপানো তরুণ আজও খেলা ভুলতে পারেনি তাই শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে খোয়াব লীগে এক প্রীতি ম্যাচ খেলেন ১৯৮০ সনের তরুণেরা। দুই দলের ১১ জন করে ২২ জন প্লেয়ার থাকার কথা থাকলেও প্রীতি ম্যাচে কখনও ফিল্ডিংয়ে দেখা যায় ১৪ জন। কখনও বা বল করতে গিয়ে বসে পড়ছেন ৮০ সালের তরুণ। এমনি এক টালমাটাল খেলায় ২৫ ওভার করে খেললেন দুই দল। খেলার এক পর্যায়ে শারীরিক অক্ষমতার কারণে ডার্ক ওয়ার্থ লুইস মেথডে খেলার ফল নির্ধারণ করা হয়। এক সাথে আনন্দে উচ্ছাস প্রকাশ করেন ২০২১ সালের ৬ মার্চ। উল্লেখ্য যোগ্য খেলোয়াড়দের মধ্যে ছিলেন বর্তমান ক্রিকেট বোর্ডের পরিচালক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, এ্যাড. জালাল মোঃ গাউস, রুহুল হুসাইন, এরশাদ, মোতাকাব্বি পারভেজ, নূর আজিজ খান বাবু, হাসান জাকির বাপ্পীসহ বর্তমানের সিনিয়র খেলোয়াড়রা স্টেডিয়ামকে আলোকিত করেন। খেলা শেষে এক প্রীতি ভোজন ও সৌজন্য পুরস্কার বিতরণ করা হয়।

 

যাযাদি/এস