রাঙ্গাবালীতে ঐতিহাসিক ৭ই মার্চে থানা পুলিশের আনন্দ উদযাপন

প্রকাশ | ০৭ মার্চ ২০২১, ২০:২৬

আইয়ুব খান, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি

 

ঐতিহাসিক ৭ মার্চ ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় আনন্দ উদযাপন করা হয়েছে। রোববার বিকেলে রাঙ্গাবালী থানা পুলিশের উদ্যোগে এ আয়োজন করা হয়।

রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠান উপলক্ষে কেক কাটা হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার দুই শতাধিক মানুষ অংশ নেয়।  রাঙ্গাবালী থানার কর্মকর্তা ইনচার্জ দেওয়ান জগলুল হাসানের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জহির উদ্দিন আহম্মেদ, রাঙ্গাবালী থানার ওসি (তদন্ত) আবুল খায়ের,  রাঙ্গাবালী সরকারি কলেজের অধ্যক্ষ তরিকুল ইসলাম সোহাগ ও বীর মুক্তিযোদ্ধা আবদুল বারেক প্রমুখ।

এরপরে রাতে রাঙ্গাবালী থানায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

যাযাদি/ এস