ভেদরগঞ্জ পুলিশের আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আনন্দ উদযাপন

প্রকাশ | ০৭ মার্চ ২০২১, ২০:২৭

শাহাদাত হোসেন হিরু

 

 

আইজিপি বলেন,দেশের ৬৬০টি থানায় একযোগে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন করবে বাংলাদেশ পুলিশ। শুক্রবার (৫ মার্চ) সকালে রাজারবাগ পুলিশ লাইনস অডিটরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। সে লক্ষে ভেদরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বাঙালি জাতির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা একটি অবিস্মরণীয় দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চ পালন উপলক্ষে বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশ উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন করা হয়েছে।

 

রবিবার (৭ই মার্চ) বিকেলে ভেদরগঞ্জ থানার আয়োজনে থানার ভবনের সামনেরম মাঠে কেক কেটে দিবসটি পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে প্রীতিভোজ এবং মিষ্টি বিতরণও হয়।

 

ভেদরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ এ বি এম রশিদুল বাড়ী'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুর ইসলাম এক বক্তব্যে  বলেন ৭ই মার্চের ঘোষনা নিয়ে কোন বিতর্ক চলে না, আজকের এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু'র ঐতিহাসিক ভাষনের কোন তুলনা নেই। উন্নয়নশীল দে‌শে উন্নীত হওয়ার মূলমন্ত্র আজকের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষন।আজকের এইদিনটি বাঙ্গালী জাতির আনন্দে দিন।

 

আরও ছিলেন ভেদরগঞ্জ পৌরসভার মেয়র আবুল বাসার চোকদার,উপজেলা কমিউনিটিং পুলিশের সভাপতি আব্দুর জব্বার রাড়ী,রামভদ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃবিপ্লব সিকদার,পৌরসভা আওয়ামীলীগের সভাপতি মোঃ শাহাদাত হোসেন রাড়ী,উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক হারুন অর রশিদ বেপারী, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান হাওলাদার, রামভদ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃইয়াসিন মৃধা, ভেদরগঞ্জ বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ রাজন হাওলাদার, সহ পৌরসভার কাউন্সিলর,ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, ব্যবসায়ী,সাংবাদিক,থানার সকল স্টাফ সহ প্রমুখ।

 

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ভেদরগঞ্জ থানার উপ পুলিশ পরিদর্শক মিঠুন কুমার মন্ডল।

 

যাযাদি/ এস