বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মহাদেবপুর থানা পুলিশের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি
  ০৭ মার্চ ২০২১, ২০:৪০

রোববার বিকেলে নওগাঁর মহাদেবপুর থানা পুলিশের উদ্যোগে থানা কমপ্লেক্স চত্ত্বরে ঐতিহাসিক ৭ মার্চ পালন ও বাংলাদেশ এলসিডি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপনের আয়োজন করে। এ উপলক্ষে সেখানে আয়োজিত আলেচনা সভায় নওগাঁ-৩ আসনের এমপি ছলিম উদ্দিন তরফদার সেলিম প্রধান অতিথি এবং উপজেলা চেয়ারম্যান আহসান হাবিব ভোদন, উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান মিলন, সহকারী কমিশনার (ভূমি) আসমা খাতুন, ভাইস চেয়ারম্যান অনুকুল চন্দ্র সাহা বুদু, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি প্রমুখ এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

মহাদেবপুরের দায়িত্বপ্রাপ্ত সার্কেল এসপি আফতাব উদ্দিন এতে সভাপতিত্ব করেন। এসআই রাইহান আলমের সঞ্চালনায় অন্যদের মধ্যে থানার ওসি আজম উদ্দিন মাহমুদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বদিউজ্জামান বদি, ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম আজাদ, এসআই জাহাঙ্গীর আলম প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠানে উপজেলার ১০ ইউপি চেয়ারম্যান, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে