কক্সবাজারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন

প্রকাশ | ০৭ মার্চ ২০২১, ২১:০৯

কক্সবাজার প্রতিনিধি

 

 

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন কক্সবাজার জেলা প্রশাসন, পুলিশ, র‌্যাব, আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

 

রোববার সকালে কক্সবাজার জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের নেতৃত্বে শহরের অরুণোদয় স্কুল প্রাঙ্গণে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। অপরদিকে জেলা পরিষদের কার্যালয়ে প্রধান নির্বাহী কর্মকর্তা হিল্লোল বিশ্বনের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে জেলা পরিষদ।

 

এদিকে শহরের লালদিঘীপাড়স্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করে জেলা আওয়ামী লীগ। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন ৭ মার্চ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।

 

বক্তারা বলেন, ঐতিহাসিক ৭ মার্চ বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা গৌরবের এক অনন্য দিন। ৫০ বছর আগের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণে গর্জে উঠেছিল উত্তাল জনসমুদ্র। লাখ লাখ মানুষের গগনবিদারি স্লোগানের উদ্দামতায় বসন্তের মাতাল হাওয়ায় সেদিন পত পত করে ওড়ে বাংলাদেশের মানচিত্র খচিত লাল-সবুজের পতাকা।

 

শপথের লক্ষ বজ্রমুষ্টি উত্থিত হয় আকাশে। ফাগুনের সূর্য তখনও মাথার ওপর। অগ্নিঝরা সেই দিনে বাংলাদেশের স্বাধীনতার মহতী কাব্যের কবি হয়ে এলেন বঙ্গবন্ধু। তার বজ্রকণ্ঠের নিনাদে বাংলার আকাশে-বাতাসে ধ্বনিত হলো স্বাধীনতার ঘোষণা।

 

যাযাদি/এস