​রাউজান পৌরসভার দায়িত্ব নিলেন নবনির্বাচিত মেয়র জমির উদ্দিন পারভেজ

প্রকাশ | ২৪ মার্চ ২০২১, ২০:০৩

রাউজান(চট্টগ্রাম) প্রতিনিধি

 

রাউজান পৌরসভার নবনির্বাচিত মেয়র জমির উদ্দিন পারভেজ বুধবার ২৪ মার্চ পৌরসভার মেয়রের দায়িত্ব গ্রহন করেছেন।

 

এদিন সকালে পৌরভবনে খতমে কোরআন ও দোয়া মাহফিলের পর তিনি নির্বাচিত কাউন্সিলর ও সুধিজনদের সাথে এক সংক্ষিপ্ত পরিসরে এক শুভেচ্ছা বিনিময় সভা করেন।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল।

 তিনি  বিগত ১০ বছর দুই মেয়াদে থাকা দুই মেয়র পৌরবাস কে  সেবা বঞ্চিত করে রাখার কথা নতুন মেয়রকে স্মরণ করিয়ে দিয়ে বলেন নতুন পৌর পরিষদের সেবা পেতে পৌরবাসী উন্মুখ হয়ে আছে। কাজের মাধ্যমে মানুষের প্রত্যাশা পূরণ করতে হবে নতুন মেয়র ও কাউন্সিলরগণকে।

 

সভায় নতুন মেয়র তার বক্তব্যে বলেন, তিনি শাষক হিসাবে নয়, সেবক হিসাবে দায়িত্ব পালন করতে চান, পৌরবাসীকে আশ্বস্ত করে বলেন এখন থেকে রাউজান পৌরসভা হবে আধুনিক গ্রীণ পিংক ও ক্লিন পৌরসভা। তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন রাউজান পৌরসভাকে সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর মনে রঙে সাজাবেন। এই প্রতিষ্ঠানের সবকিছু হবে জবাবদিহীমূলক।

 

অনুষ্ঠানে  শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুল ওহাব, সি.সহসভাপতি আনোয়ারুল ইসলাম, সহ-সভাপতি স্বপন দাশ গুপ্ত, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি- এর জিএম আবুল কালাম আজাদ, চট্টগ্রাম পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল পালিত প্রমুখ।

 

যাযাদি/ এস