ভোলায় মেঘনা নদীতে ফেরি পার হওয়ার সময় আগুন লেগে অন্তত আটটি মালবাহী ট্রাক পুড়ে গেছে। ভোলা নৌপুলিশের ওসি সুজন কুমার পাল জানান, বৃহস্পতিবার ভোরের দিকে কলমীলতা নামে একটি ফেরিতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
তিনি বলেন, ‘ফেরিটি লক্ষ্মীপুরের মজুচৌধুরীর ঘাট থেকে ভোলায় যাচ্ছিল। মেঘনা নদীর মাঝামাঝি আসলে হঠাৎ আগুন লাগে। কর্মচারীসহ যাত্রীরা ফেরির পেছন দিকে নিরাপদে অবস্থান নেন। পরে মাছ ধারার একটি ট্রলার এগিয়ে গেলে তারা নিরাপদে ভোলার ইলিশা ঘাটে চলে আসেন। ফেরিতে ১১টি ট্রাক ছিল। আগুনে অন্তত আটটি মালবাহী ট্রাক পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’
বিআইডব্লিউটিসির ভোলার ব্যবস্থাপক পারভেজ বলেন, ‘খবর পেয়ে অপর একটি ফেরিতে করে ফায়ার সার্ভিসকর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নেভানোর পর ফেরিটি লক্ষ্মীপুরের মেঘনা নদীর গুনগুনিয়া চর এলাকায় নোঙ্গর করা হয়েছে। আগুন ট্রাকে লেগেছে নাকি ফেরিতে লেগেছে তা এখনও জানা যায়নি।’
আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণও বলতে পারেননি তারা কেউ। ফেরির কর্মচারীরা ধারণা করছেন, ট্রাক শ্রমিকদের মশার কয়েল থেকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটেছে।
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd