ভেদরগঞ্জে মাস্ক বিতরন করলেন ইউএনও

প্রকাশ | ০৮ এপ্রিল ২০২১, ১৭:৩৬

ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি

 

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় ২য় বারের মত করোনা ভাইরাস এর আবির্ভাব বৃদ্ধি পাওয়ায় সরকার ৭ দিনের লকডাউনের মাঝে মাস্ক পরতে উদ্ধুদ্ধ করণের লক্ষে মাস্ক বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আল নাসীফ ।

 

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ মোড় এলাকায় মাস্ক বিতরণ কার্যক্রম হয় এবং মাস্ক না ব্যবহার ব্যক্তিদের ভ্রাম্যমান মোবাইল কোর্টে অর্থদন্ড করা হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আল নাসীফ বলেন, করোনার সংক্রমণ ব্যাপক বৃদ্ধি পাচ্ছে। এ সংক্রমণ থেকে রক্ষা পেতে মাস্ক এর কোন বিকল্প নেই। সকলের মাস্ক পড়া বাধ্যতামূলক। যাদের মাস্ক নেই, তাঁদেরকে মাস্ক দেওয়া হয়েছে।

সচেতনা বৃদ্ধির লক্ষ্যে মোবাইল কোটের্র মাধ্যমে অর্থদন্ডও করা হয়েছে। এরকম অভিযান উপজেলা প্রশাসনের অব্যাহত থাকবে। সকলকে নিজেদের সুরক্ষা রাখার জন্য মাস্ক পরিধান করে হাট-বাজারে আসার নির্দেশ দেন তিনি।

 

যাযাদি/এস