বিশ্বনাথে মোবাইল অ্যাপের মাধ্যমে সরকার ধান কিনবে

প্রকাশ | ০৮ এপ্রিল ২০২১, ২০:১১

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

সিলেটের বিশ্বনাথে এবছর মোবাইল অ্যাপের মাধ্যমে ধান নেবে সরকার। সরকারি গুদামে ন্যায্য মূল্যে ধান বিক্রি করতে হলে ‘কৃষক অ্যাপ’ নামের ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করে নিবন্ধন করতে হবে কৃষকদের। নিবন্ধন ও ধান বিক্রয়ের আবেদনের শেষ তারিখ ২৫ এপ্রিল পর্যন্ত। আবেদন করতে হলে জাতীয় পরিচয়পত্রের নাম্বার, কৃষিকার্ডের নাম্বার ও নিজ মোবাইল নাম্বার লাগবে। নিবন্ধন ও আবেদন সম্পন্ন হওয়ার পর কম্পিউটারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে লটারী করা হবে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এলএসডি) মনধন চন্দ্র দাস। তিনি জানান, এই নিবন্ধনের মাধ্যমে সময়, খরচ, হয়রানি ও ভোগান্তি কমে আসবে। নিববন্ধন, বিক্রয়ের আবেদন, বরাদ্দ আদেশ এবং মূল্য পরিশোধের সনদ সম্পর্কিত তথ্য এসএমএস এর মাধ্যমে পাওয়া যাবে। তাই খাদ্য গুদামে ধান বিক্রয়কারি কৃষক ও কৃষাণীদের ২৫ এপ্রিলের ভেতরে কৃষক অ্যাপের মাধ্যমে দ্রুত নিবন্ধন করতে বলা হয়েছে।

 

যাযাদি/এস