জন্মনিবন্ধনে দেশসেরা কৃতিত্ব অর্জন করায় পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার সকালে পাইকগাছা প্রেসক্লাব, শিবসা সাহিত্য অঙ্গন, মফস্বল সাংবাদিক ফোরাম, ৩নং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ালটন প্লাজাসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে ইউএনওকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, হাবিবুল্লাহ বাহার, প্রেসক্লাবের সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহম্মেদ, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মো. আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এন ইসলাম সাগর, কাউন্সিলর মো. আব্দুল গফফার মোড়ল, শিবসা সাহিত্য অঙ্গনের যুগ্ম সম্পাদক মমতাজ পারভীন মিনু, দপ্তর সম্পাদক মোনালিসা, ওয়ালটন প্লাজার ম্যানেজার আসাদুল আলম ও আশরাফুল ইসলাম টুটুল।
উল্লেখ্য, মার্চ মাসের জন্মনিবন্ধন কার্যক্রমে সারাদেশের মধ্যে পাইকগাছা দেশ সেরা কৃতিত্ব অর্জন করে।
যাযাদি/ এস
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd