শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
‘বাবুই পাখির অপরাধ, তারা নাকি ক্ষেতের ধান খেয়ে ফেলে ?

ঝালকাঠিতে পাখির নীড়ে আগুন,পাখিপ্রেমিদের ক্ষোভ !

মো:নজরুল ইসলাম,ঝালকাঠি
  ১০ এপ্রিল ২০২১, ১৬:১৫

ঝালকাঠির নলছিটিতে ক্ষেতের ধান খাওযায় তালগাছে বাধা পখির বাসায় আগুন দিয়ে অর্ধশতাধিক বাবুই পাখিকে পুড়িয়ে মারা হয়েছে। স্থানীয় যুবকরা ঘটনার চিত্র সামাজিক যোগযোগ মাধ্যমে পোষ্ট করলে এ অমানবিক চিত্র পাখি প্রেমিদের নজরে আসে এবং বিষয়টি ভাইরাল হয়ে যায়।

জেলার নলছিটি উপজেলার ভৈরবপাশা গ্রামে শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় অভিযুক্ত জালাল সিকদার স্বীকার করে বলেন, ওই এলাকার সিদ্দিক মার্কেটের সামনের তাল গাছে থাকা বাবুই পাখির বাসায় তিনি বাঁশের মাধ্যমে আগুন দেন।

আগুনে বাবুইয়ের ১১টি বাসা পুড়ে যায়। ঘটনাস্থল থেকে পাখির ৩৩টি মৃত ছানা পাওয়া গেছে। তবে পুড়ে যাওয়া আরও কিছু পাখির হদিস পাওয়া যায়নি।

স্থানীয় জুলহাস মল্লিক বলেন, ‘বাবুই পাখির অপরাধ, তারা নাকি ক্ষেতের ধান খেয়ে ফেলে। এমন ঘৃণ্য কাজ একজন মানুষ করতে পারে তা ভাবতেই অবাক লাগে।’

এলাকার পাখিপ্রেমী কয়েক যুবক বলেন, ‘বন বিভাগ ঝালকাঠিকে ইতিমধ্যেই মৌখিকভাবে জানানো হয়েছে। শনিবার লিখিতভাবে অভিযোগ আকারে জানাবেন তারা।’

ঝালকাঠি সদর উপজেলা বন কর্মকর্তা কার্তিক চন্দ্র মন্ডল বলেন, ‘মৌখিকভাবে অভিযোগ পেয়েছি। এটা যদিও খুলনা বন ও বণ্যপ্রানী বিভাগের আওতায়।‘আমাদের ঝালকাঠি অফিস হলো সামাজিক বন বিভাগের। তবুও আজ আমি ঘটনাস্থলে যাব।’

পাখির নীড়ে আগুন দেয়া নিয়ে জানতে চাইলে জালাল সিকদার বলেন, ‘আমার ক্ষেতে ধান প্রতিদিন পাখিতে খেয়ে ফেলায় আমি আর্থিক লোকসানের দিকে যাচ্ছিলাম। তাই রাগের বশে এমন কাজ করেছি। কিন্তু এখন আমি এ ঘটনায় অনুতপ্ত।

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে