বোয়ালমারীতে সরকারি খালের পাড় থেকে গাছ বিক্রির অভিযোগ

প্রকাশ | ১০ এপ্রিল ২০২১, ১৬:২৭

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারীতে এক সরকারি খালের পাড়ে থাকা সরকারি গাছ কর্তনের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার চতুল ইউনিয়নের পোয়াইল গ্রামে এ ঘটনা ঘটেছে। 

জানা যায়, চতুল ইউনিয়নের পোয়াইল গ্রামের বিশ্বাসপুর মাঝিবাড়ির সরকারি খালের পাড়ে থাকা ৭টি মেহগনি গাছ পার্শ্ববর্তী জমির মালিক অবৈধভাবে বিক্রি করেছে এক গাছ ব্যবসায়ীর নিকট। ওই খালের পার্শ্ববর্তী জমির মালিক একই ইউনিয়নের রাজাপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে জয়নাল আবেদীন রিপন শেখ সাতটি মেহেগনি গাছ ১২ হাজার টাকায় গাছ ব্যবসায়ী বিল্লালের নিকট বিক্রি করেন। শনিবার সকালে গাছগুলো কেটে নেন বিল্লাল।

এ ব্যাপারে গাছ ব্যবসায়ী বিল্লাল বলেন,'আমি রিপনের নিকট থেকে ১২ হাজার টাকায় গাছগুলো ক্রয় করেছি।'

গাছ বিক্রেতা রিপন শেখ বলেন,'গাছগুলো আমার জায়গার মধ্যে পড়েছে। তাই বিক্রি করেছি।'

বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ বলেন,'খোঁজ নিচ্ছি। গাছগুলো যদি সরকারি জায়গায় পড়ে থাকে তবে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।'

 

যাযাদি/ এস