শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নিয়ামতপুরে ইজিপিপির কাজের উদ্বোধন

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
  ১০ এপ্রিল ২০২১, ১৬:৩৪

নওগাঁর নিয়ামতপুরে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি পর্যায়-২) কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ১১টার দিকে সদর উপজেলার তিলিহারী পাকার মাথা হতে মুড়িহারী ফুটবল মাঠ পর্যন্ত এ কাজের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ।

এ উপলক্ষে ইউএনও জয়া মারীয়া পেরেরার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, নিয়ামতপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান নঈম, নবনির্বাচিত নিয়ামতপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, ইউপি সদস্য আবু বক্কর সিদ্দিক মন্টু, আতাব উদ্দীন প্রমুখ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, ইজিপিপি পর্যায়-২ এর কাজের জন্য ১ হাজার ২শ৭৮ জন শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছে। এসব শ্রমিক দিয়ে উপজেলার ৮ ইউনিয়নের ৩৯টি প্রকল্পের কাজ বাস্তবায়ন করা হবে। এতে প্রতিদিন কাজের বিনিময়ে একজন শ্রমিক ২০০ টাকা করে পারিশ্রমিক পাবেন।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে