মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ধামরাইয়ে ব্যাপক হারে বাড়ছে করোনা দ্বিতীয় ডোজের টিকা নিলেন মেয়র

ধামরাই (ঢাকা) প্রতিনিধি
  ১০ এপ্রিল ২০২১, ১৭:২২

ঢাকার ধামরাইয়ে ব্যাপক হারে থাবা বসিয়েছে করোনা। এমপি বেনজীর আহমদ, মেয়র গোলাম কবির ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রোর প্রধান ডাঃ নুর রিফফাত আরাসহ প্রায় ৮শ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মেয়র গোলাম কবিরসহ ৬৭০জনই সুস্থ হয়েছেন। আর এমপি বেনজীর আহমদসহ অন্যরা নিজ বাড়ির আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছে। এ পর্যন্ত ধামরাইয়ে মারা গেছে ৮ জন। আর পর্যন্ত প্রথম ডোজের টিকা নিয়েছে ১১৮৮০জন। আর দ্বিতীয় ডোজের টিকা পৌরসভার মেয়র গোলাম কবিরসহ প্রায় দেড়শত জন।

ধামরাই পৌরসভার মেয়র গোলাম কবির জানান, ধামরাইয়ে ব্যাপকহারে করোনা বাড়ছে। দ্রুত জনগন সচেতন না হলে তা আরও কঠোর আকার ধারন করতে পারে। তাই তিনি কঠোর লকডাউনের মাধ্যমে ধামরাইবাসীকে এ মহামারির হাত থেকে রক্ষার দাবি জানান।এসময় তিনি আরও বলেন, ধামরাইবাসীর প্রিয় নেতা ঢাকা জেলা আওয়ামীলীগের সভাপতি এমপি বেনজীর আহমদ সুস্থ আছেন। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে