শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঘনবসতি এলাকার মধ্যে অবৈধ ইটভাটা বন্ধের দাবীতে ময়মনসিংহে মানববন্ধন

ময়মনসিংহ প্রতিনিধি
  ১০ এপ্রিল ২০২১, ১৭:২৮

ঘনবসতি এলাকার মধ্যে অবৈধ ভাবে গড়ে ওঠা ইটভাটা বন্ধের দাবীতে ময়মনসিংহের ফুলপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার রহিমগঞ্জ ইউনিয়ন পরিষদের সামনে ঘন্টাব্যাপী এ কর্মসূচীর আয়োজন করেন স্থানীয়রা।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধা জাহের আলী মন্ডল, কৃষক আক্তার হোসেন, আলী হোসেন, আনসার আলী এবং উপজেলা যুবলীগ নেতা এহছানুল হক রনী সহ অন্যান্যরা।

বক্তারা বলেন, ঘনবসতি এলাকার মধ্যে এ হক ব্রিকস ফিল্ড দীর্ঘদিন ধরে চলায় রাস্তাঘাট ভাঙ্গাসহ সাধারন মানুষ নানা রোগ বালাইয়ে আক্রান্ত হচ্ছে। বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও কোন কাজ হয়নি, অচিরেই ভাটাটি বন্ধ না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারীদেন তারা।

ভাটাটির মালিক রিজানুল হক স্বপন বলেন, এখানে ভাটাটি ঘরে ওঠায় কারো কোন সমস্যা হচ্ছে না। ভাটাটিকে ঘিরে প্রায় ৩শ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। তবে রাস্তার কিছুটা ক্ষতি হলেও তা সংস্কার করে দেয়া হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকার বলেন, অভিযোগের প্রেক্ষিতে ভাটার মালিককে কিছুদিন আগে পাঁচ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। ভাটাটি বন্ধ করার জন্য প্রক্রিয়া চলছে। পরিবেশ অধিদপ্তর সে লক্ষ্যে কাজ করছে।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে