বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাস্তায় মাটি ফেলে জনদুর্ভোগ সৃষ্টি করায় ৫ ব্যবসায়ীকে জরিমানা

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
  ১১ এপ্রিল ২০২১, ২০:৩৪

পাকা রাস্তায় মাটি ফেলে প্রতিবন্ধকতা ও জনদুর্ভোগ সৃষ্টি করার দায়ে নাটোরের গুরুদাসপুরে পাঁচ জন মাটি ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রোববার দুপুরে উপজেলার মশিন্দা ইউনিয়নের কাছিকাটা বিশ্বরোড এলাকায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ তমাল হোসেনের নির্দেশে ওই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ আবু রাসেল।

এসময় পাকা রাস্তায় মাটি ফেলে জনদুর্ভোগ সৃষ্টি করার কারনে ৫ জন মাটি ব্যবসায়ীকে ৫ টি মামলায় মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানাযায়, কৃষি জমিতে অবৈধ ভাবে পুকুর খনন ও পাকা রাস্তা নষ্ট করে জনদুর্ভোগ সৃষ্টি করার কারনে প্রতিদিন উপজেলা প্রশাসনের অভিযান চলমান রয়েছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এরুপ অভিযান অব্যাহত থাকবে।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে