কাপাসিয়ায় দুধ ও মাংসের ভ্রাম্যমান বিক্রয় কেন্দ্র উদ্ধোধন

প্রকাশ | ১১ এপ্রিল ২০২১, ২০:৪৪

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

 

দেশব্যাপী করোনাভাইরাস পরিস্থিতিতে জনসাধারণের প্রাণিজ পুষ্টি নিশ্চিত করনের লক্ষ্যে স্বাস্থ্যবিধি মেনে গাজীপুরের কাপাসিয়ায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে ক্ষতিগ্রস্ত খামারিদের ডিম, দুধ ও মুরগীর মাংসের ভ্রাম্যমান বিক্রয় কার্যক্রম কেন্দ্র উদ্ধোধনকরা হয়েছে।

 

রোববার দুপুরে ডেইরী ও পোল্ট্রি ফারমার্স এসোসিয়েশনের বাস্তবায়নে ও এলডিডিপি প্রকল্পের সহযোগিতায় আনুষ্ঠানিকভাবে ভ্রাম্যমান বিক্রয় কেন্দ্র উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোসা: ইসমত আরা।

 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: রাশেদুজ্জামান মিয়া, ভেটেরিনারি সার্জন ডা: আশরাফ হোসেন, কাপাসিয়া ডেইরি ফারমার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর আলম, উপজেলা পোল্ট্রি ফারমার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক বাবুল হোসেন প্রমুখ।

 

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: রাশেদুজ্জামান মিয়া জানান, আগামী রমজান মাসে ও মহামারি করোনা পরিস্তিতিতে উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমান বিক্রয় কেন্দ্র থেকে ডিম, দুধ ও মাংস ন্যায্য মূল্যে বিক্রয় করা হবে।

 

যাযাদি/ এস