পাইকগাছায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী আউশ বীজ ও রাসায়নিক সার বিতরণ

প্রকাশ | ১১ এপ্রিল ২০২১, ২১:২৯

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

পাইকগাছায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী আউশ বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। রোববার সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম।

 

বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দিন ফিরোজ বুলু, ওসি এজাজ শফি। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার পোদ্দারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ধ্রবজ্যোতি সরকার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিন্টু রায়, মিজানুর রহমান, বিল্লাল হোসেন, ইয়াসিন আলী খান, ডল্টন রায়, শেখ তোফায়েল আহম্মেদ তুহিন ও আবুল কালাম আজাদ।

 

অনুষ্ঠানে খরিপ-১ (২০২০-২১) মৌসুমে উফশী আউশ ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার হরিঢালী, কপিলমুনি, গদাইপুর ও রাড়ুলীসহ ৪টি ইউনিয়নের ছয়শজন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককের প্রত্যেকের মাঝে ৫ কেজি ধান বীজ, ২০ কেজি ডিএপি সার ১ কেজি এমওপি সার বিতরণ করা হয়।