বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পাইকগাছায় লকডাউনের মধ্যে গণপরিবহণ চালু করায় জরিমানা : ফেরত দিলেন যাত্রীদের ভাড়ার টাকা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
  ১২ এপ্রিল ২০২১, ২১:২৫

পাইকগাছায় লকডাউনের মধ্যে সরকারি নির্দেশনা উপেক্ষা করে কিছু কিছু গণপরিবহণ অতিরিক্ত ভাড়া নিয়ে ঢাকা ও খুলনা রুটে চলাচল করছে, এমন অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর নির্দেশনায় সোমবার বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. শাহরিয়ার হক পৌরসভার সরল বাজারস্থ পরিবহণ স্ট্যান্ডে মোবাইল কোর্ট পরিচালনা করেন।

এ সময় যাত্রীদের কাছে টিকিট বিক্রিকালে ঢাকাগামী একটি পরিবহণের ম্যানেজারকে হাতেনাতে ধরে ফেলেন। অপরদিকে সড়কে চেকপোস্ট বসিয়ে খুলনা রুটের কয়েকটি বাস থামিয়ে যাত্রীদের নামিয়ে দেন। এ সময় গড়ইখালী গ্রামের পাপিয়া বেগম নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জানান, কিছু কিছু পরিবহণ ঢাকায় যাচ্ছে শুনে আমি স্ট্যান্ডে এসে টিকিট কাটার সময় আমার কাছ থেকে টিকিট প্রতি ১২শ টাকা নেয়। যা অন্যান্য সময়ের চেয়ে দ্বিগুণ। খড়িয়া গ্রামের রহিমা বেগম অভিযোগ করেন, তার ছেলে মোহাম্মদপুর থানায় চাকরি করে। তার কাছ থেকে তিনটি টিকিটের মূল্য হিসেবে সাড়ে তিন হাজার টাকা নিয়েছে। পরিবহণের ম্যানেজার তাকে মূল টিকিট না দিয়ে একটি চিরকুট দেয়। পরে প্রশাসনের চাপে পড়ে গণপরিবহণের শ্রমিকরা যাত্রীদের ভাড়ার টাকা ফেরত দিতে বাধ্য হন। এছাড়া সরকারি নির্দেশনা উপেক্ষা করে গণপরিবহণ চালু করায় পরিবহণ ম্যানেজারকে জরিমানা করা হয়।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে