পাইকগাছায় সরকারি জায়গার ওপর নির্মাণাধীন অবৈধ স্থাপনা ভেঙে দিল প্রশাসন

প্রকাশ | ১২ এপ্রিল ২০২১, ২১:২৬

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

পাইকগাছায় সরকারি জায়গার ওপর মৎস্য ব্যবসায়ীর নির্মাণাধীন অবৈধ স্থাপনা ভেঙে দিল প্রশাসন।

 

জানা যায়, উপজেলার বয়ারঝাঁপা গ্রামের আবুল বিশ্বাসের ছেলে মৎস্য ব্যবসায়ী নাজমুল বিশ্বাস (৩৫) সোলাদানা বাজার সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেল্টারের সামনে সড়কের পাশে সরকারি জায়গার ওপর প্রশাসকের নির্দেশনা উপেক্ষা করে রাতের আঁধারে পাকা অবৈধ স্থাপনা নির্মাণ করছিলেন। এমন অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর নির্দেশনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. শাহরিয়ার হক সোমবার দুপুরে সরেজমিন নির্মাণাধীন অবৈধ স্থাপনা ভেঙে দেন। এ সময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী ফরিদ উদ্দীন।

যাযাদি/ এস