বোয়ালমারীতে আমিন জুয়েলার্সের নির্বাহী পরিচালক কাজী আমিনুল ইসলামের অকাল মৃত্যুতে দোয়া মাহফিল

প্রকাশ | ১৩ এপ্রিল ২০২১, ২১:০৩

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, ফরিদপুর-১ আসনের সাবেক সাংসদ ও বোয়ালমারী উপজেলা সদরে অবস্থিত কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের প্রতিষ্ঠাতা কাজী সিরাজুল ইসলামের জ্যেষ্ঠ পুত্র কাজী আমিনুল ইসলামের অকাল মৃত্যুতে ফরিদপুরের বোয়ালমারীতে খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ এপ্রিল) দুপুরে কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজ প্রাঙ্গণে কলেজের অধ্যক্ষ মো. ফরিদ আহমেদের সভাপতিত্বে আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ জনাব খোন্দকার আবু মুরছালিন, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য আকরামুজ্জামান মৃধা রুকু, সাবেক ভাইস চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদের সদস্য মো. মিজানুর রহমান মৃধা মিলন, অভিভাবক প্রতিনিধি মো. মাসুদুর রহমান, সাবেক কাউন্সিলর ও অভিভাবক প্রতিনিধি মহিদুল ইসলাম মহু, সহযোগী অধ্যাপক রবিন লস্কর, প্রভাষক সাইফুল্লাহ নজীর মামুন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী অধ্যাপক মো. আলমগীর হোসেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাইখীর বনচাকী ফাজিল মাদরাসার আরবি প্রভাষক ও বোয়ালমারী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা হোসাইন আহমেদ ।

 

উল্লেখ্য, কাজী আমিনুল ইসলাম ঢাকার আমিন জুয়েলার্স লিমিটেডের নির্বাহী পরিচালক। তিনি গত ৫ এপ্রিল ভোর ছয়টায় রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর। তিনি করোনা আক্রান্ত ছিলেন।

 

যাযাদি/ এস