শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শ্যামনগরে বাঘের সাথে লড়াই করে ফিরে এসেছে মেীয়াল রবিউল

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
  ১৫ এপ্রিল ২০২১, ২১:৫৬

পশ্চিম সুন্দরবনে বাঘের সাথে লড়াই করে ফিরে এসেছে রবিউল শেখ(২৩) নামে এক মেীয়াল। সে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউপির ৯ নং সোরা গ্রামের আব্দুল হালিম শেখের পুত্র।

রবিউলের ভাই নুরন্নবী জানান ১৩ এপ্রিল পশ্চিম সুন্দরবনের তালপট্রি নামক স্থানে মধু সংগ্রহকালে রবিউলকে পিছন থেকে সুন্দরবনের বাঘ ঘাড়ের উপর আক্রমণ করে। এ অবস্থায় ব্যাপক ধস্তাধস্তি করতে থাকলে তার সঙ্গিদের সহযোগিতায় বাঘ ছেড়ে চলে গেলে মারাত্নক আহত হয়ে সে প্রাণে রক্ষা পায়। বাঘের আক্রমণে তার ঘাড় ও পিঠে ক্ষত হয়ে যায়। ১৪ এপ্রিল আহত রবিউলকে নিয়ে সঙ্গীরা বাড়ী ফিরে আসেন। বর্তমানে রবিউল ইসলাম নিজ বাড়ীতে চিকিৎসাধীন রয়েছেন।

গত ১ এপ্রিল মধু উৎসবের দিন সাতক্ষীরারেঞ্জের বুড়িগোয়ালিনী ষ্টেশন থেকে বৈধ পাশ নিয়ে রবিউল শেখ, তার পিতা আব্দুল হালিম শেখ সহ অন্যান্য মেীয়ালরা মধু সংগ্রহের জন্য সুন্দরবনে যায়।

এ ব্যাপারে বনবিভাগের বুড়িগোয়ালিনী ষ্টেশন কর্মকর্তা সুলতান আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে