বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

​বঙ্গবন্ধু মেডিকেলে করোনায় মৃত্যু আরও ৪ জনের

ফরিদপুর প্রতিনিধি
  ২০ এপ্রিল ২০২১, ১৪:২৩

গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আরও জনের মৃত্যু হয়েছে।

মৃত্যু ব্যক্তিরা হলেন, বীর মুক্তিযোদ্ধা খবিরুদ্দিন (৭০) বাড়ী মাদারীপুর জেলার রাজৈর উপজেলায়, আব্দুল মান্নান (৮০) বাড়ি রাজবাড়ী জেলা সদরের লক্ষ্মীপুর, ইসরাইল আলী জোয়াদ্দার (৬৫) বাড়ি ঝিনাইদহ সদর উপজেলায় এবং আব্দুর রহমান (৬৬) বাড়ী ফরিদপুর সদর উপজেলার ভাটিলক্ষ্মীপুর।

ফরিদপুর সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, জেলায় কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৭শ ৩০ জন। সুস্থ হয়েছে ৮ হাজার ৯শ ৮৭জন।

মঙ্গলবার (২০ এপ্রিল) পর্যন্ত সরকারি হিসাব অনুযায়ী করোনায় আক্রান্ত হয়ে প্রাণ গেছে ১৪৮ জনের। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতাল ও বাসাবাড়িতে চিকিৎসাধীন রয়েছে ৪৮৬ জন। ফরিদপুরে আক্রান্তের হার শতকরা ২১.৩৭ এবং মৃত্যুর হার ১.৫২ শতাংশ।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আরও ৪ ব্যক্তি। গত ২৪ ঘন্টায় জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ৬৫ জন।

যাযাদি/ এমডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে