শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সুন্দরগঞ্জে মাদ্রাসার তালা ভেঙ্গে দুর্ধর্ষ চুরি

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  ২০ এপ্রিল ২০২১, ১৭:৫৪

গাইবান্ধার সুন্দরগঞ্জে লকডাউনের সুযোগে ঐতিহ্যবাহী সমস ইসলামিক কারীগরী মাদ্রাসার তালাভেঙ্গে দুর্ধষ চুরি হয়েছে। এসময় সংঘবদ্ধ চোরেরা প্রায় অর্ধলক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। প্রতিকারে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মাদ্রাসা কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটি উপজেলার শ্রীপুর ইউনিয়নের সমস গ্রামে। স্থানীয়রা জানান, গত ২মাসে এলাকায় কমপক্ষে ৫/৬ টি বাড়িতে চুরির ঘটনা ঘটে। এতে সেচকাজে ব্যবহৃত বেশ কয়েকটি মোটর চুরী হয়। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানালেও কোন প্রতিকার হচ্ছেনা। থানার লিখিত অভিযোগে জানা যায়, গত ১০ এপ্রিল রাতে সংঘবদ্ধ চোরের দল মাদ্রাসার ৩ টি কক্ষের তালা ভেঙ্গে বিতরে ঢুকে কক্ষে থাকা পানিতোলার একটি মোটর,২ টি সোলার ব্যাটারী ৪টি চালু সিলিং ফ্যান সহ প্রায় অর্ধলক্ষ টাকার মালামাল চুরী করে নিয়ে যায়। পরদিন সকালে ম্যানেজিং কমিটির সদস্য মোঃ নুরুল হুদা মাদ্রাসায় গিয়ে তালাভাঙ্গা ও কক্ষগুলি খোলা দেখতে পান। পরেরদিন ১১ এপ্রিল ম্যনেজিং কমিটির পক্ষে সুন্দরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। চুরীর ঘটনায় এক সপ্তাহ অতিবাহিত হলেও পুলিশ চুরীর ক্লু উদ্ধার করতে পারেনি এখনও। তবে ঐ গ্রামে দীর্ঘদিন ধরে একটি বাড়ীতে জুয়ার আসর বসে এবং সারারাত জমজমাট জুয়া খেলা চলে। সাধারন অধিবাসীরা জুয়া খেলাকেই এসব অপকর্মের লক্ষ্যস্থল বলে ধারনা করছেন। থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহিল জামান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনা তদন্তে পুলিশ ব্যাপক তৎপর রয়েছে।

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে