​বরিশালে ভ্রাম্যমাণ মাংস বিক্রয় কার্যক্রমের উদ্বোধন

প্রকাশ | ২১ এপ্রিল ২০২১, ২১:৪৫

বরিশাল অফিস

 

বরিশালে জেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে করোনাকালীন পুষ্টির চাহিদা পূরণে ভ্রাম্যমাণ মাংস বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার  সকাল ১০টায় নগরীর নবগ্রাম রোড জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

জানা গেছে, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) সহযোগিতায় করোনাকালীন জনসাধারণের প্রাণীর পুষ্টি নিশ্চিতকরণে বরিশালে লকডাউন  মেনে চলা মানুষের দোরগোড়ায় ন্যায্যমূল্যে মাংস পৌঁছে দিতে পবিত্র রমজান মাস উপলক্ষে এ কার্যক্রমের আয়োজন। উদ্বোধন করেন বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক এডিএম সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নুরুল আলম, অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রদীপ কুমার বিশ্বাস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আশরাফুল আলম, ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন জেলা শাখার সভাপতি মশিউর রহমান সুমন প্রমুখ।

এছাড়া গত ৮ এপ্রিল বরিশাল মহানগরী এবং জেলার ১০টি উপজেলায় চালু করা হয়েছে ভ্রাম্যমাণ ডিম, দুধ এবং পোল্ট্রি বিক্রয় কার্যক্রম। এ কার্যক্রম চলবে করোনাকালীন পর্যন্ত।

 

যাযাদি/ এস