মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

​নড়াইলে বেদে সম্প্রদায়ের মাঝে শিক্ষা উপকরণসহ খাদ্যসামগ্রী বিতরণ

নড়াইল প্রতিনিধি
  ২১ এপ্রিল ২০২১, ২১:৫২

নড়াইলের ভাসমান বেদে সম্প্রদায়ের শিক্ষা ও জীবনযাত্রার মান উন্নয়নের জন্য মাইজপাড়া ইউনিয়নে ১৫ বেদে পরিবারের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বই, চক, সেলেটসহ বিভিন্ন শিক্ষা উপকরণ ও লকডাউনে কর্মহীন হয়ে পড়ার জন্য খাদ্য সামগ্রী (চাউল, ডাল, তেল, আলু, পিয়াজ, রসুন, চিনি)সহ বিভিন্ন খাদ্য বিতরণ করা হয়েছে।

বুধবার সন্ধ্যা ৬টায় মাইজপাড়ার ভাসমান বেদে পল্লিতে সংগঠনের প্রতিষ্ঠাতা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মীর্জা গালীব সতেজ ও সংগঠণের কর্মীরা প্রতি পরিবারে গিয়ে এসব সামগ্রী পৌঁছে দেন। উল্লেখ্য, ক্রিকেট তারকা নড়াইলের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার পৃষ্ঠপোষকতায় ও নড়াইলের স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের বাস্তবায়নে নড়াইল জেলার ৫টি স্পটে ভাসমান বেদে সম্প্রদায়ের শিক্ষা ও জীবনযাত্রার মান উন্ন্য়নে বিভিন্ন কর্মসূচি পালন করছে।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে