নিয়ামতপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

প্রকাশ | ২২ এপ্রিল ২০২১, ১৭:১৯

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি

সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরেও জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২১ উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার বেলা ১২টায় সামাজিক দুরত্ব বজায় রেখে আলোচনা সভার মধ্য দিয়ে শুরু হয় জাতীয় পুষ্টি সপ্তাহ। এবারের শ্লোগান  “খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথাও ভাবুন” প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের পুষ্টি সপ্তাহ উদযাপনে বিভিন্ন কর্মসূচীর মধ্যে রয়েছে গ্রামে গ্রামে পুষ্টি বিষয়ক সচেতনতা বৃদ্ধি, লিফলেট বিতরণ ইত্যাদি।

 

উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরা সভাপতিত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ। এ সময় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম।

 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ তোফাজ্জল হোসেন, ডাঃ ফয়সাল নাহিদ পবিত্র, বিপ্লব কুমার ভৌমিক, উপজেলা শিক্ষা অফিসার রবিউল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার আরিফুজ্জামান প্রমুখ।  ৭ দিন ব্যাপি এই জাতীয় পুষ্টি সপ্তাহ আগামী ২৯ এপ্রিল পর্যন্ত চলবে।

 

যাযাদি/ এস