শিবপুরে ভূমিহীন ও গৃহহীনদের জন্য তৈরী হচ্ছে আরো ৯টি ঘর

প্রকাশ | ২২ এপ্রিল ২০২১, ১৭:২৩

শিবপুর (নরসিংদী) প্রতিনিধি

মুজিববর্ষে “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না” প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে সারা দেশের ন্যায় নরসিংদী জেলার শিবপুর উপজেলায় ভূমিহীন ও গৃহহীন অর্থ্যাৎ “ক” শ্রেণির পরিবার পুনর্বাসন কার্যক্রম চলমান রয়েছে। ১ম পর্যায়ে এ উপজেলায় ৪২টি উপকারভোগী পরিবারের নিকট উক্ত গৃহ হস্তান্তর করা হয়েছে। যাহা গত ২৩ জানুয়ারী ২০২১ খি. তারিখে প্রধানমন্ত্রী ঘর হস্তান্তরের উদ্বোধন করেছেন। এরই ধারাবাহিকতায় ২য় পর্যায়ে শিবপুর উপজেলায় ভূমিহীন ও গৃহহীন আরো ০৯টি ঘর তৈরীর কাজ চলছে। ঘরগুলো হলো সাধারচর ইউনিয়নে ০২টি, পুটিয়া ইউনিয়নে ০৩টি, মাছিমপুর ইউনিয়নে ০২টি এবং চক্রধা ইউনিয়নে ০২টি। উক্ত ঘরের নির্মাণ কাজ প্রধানমন্ত্রীর কার্যালয়ের নকশা ও প্রাক্কলন অনুযায়ী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন এর নির্দেশনায় গুনগতমান বজায় রেখে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কাবিরুল ইসলাম খান ও সহকারী কমিশনার (ভূমি), মোঃ শাহরুখ খান এর সরাসরি সার্বিক তত্বাবধানে এ ঘরগুলোর নির্মাণ কাজ বাস্তবায়িত হচ্ছে।

 

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কাবিরুল ইসলাম খান বলেন, যে সকল ঘরগুলো নির্মাণ করা হচ্ছে তাহা উদ্ধর্তন কর্মকর্তাগণ সরেজমিনে পরিদর্শন করে কাজের গুনগতমান সম্পন্ন মালামাল, যথাযথ কিউরিং এবং কাজের ফিনিশিং দেখে খুবই সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং সংশ্লিষ্ট উপকারভোগীগণও ব্যাপক আনন্দিত ও উচ্ছসিত। প্রধানমন্ত্রীর এ উপহার স্বার্থক করার জন্য উপকারভোগী বাছাইও  সুচারুভাবে সম্পন্ন করা হয়েছে।

 

যাযাদি/ এস