​সখীপুর বিধবা মহিলার ধান কেটে বাড়ি পৌছে দিল ছাত্রলীগ

প্রকাশ | ০৪ মে ২০২১, ১৫:৩৪

সখীপুর প্রতিনিধি:

 

দেশব্যাপী করোনার ছোবলে শ্রমিক ও আর্থিক সংকটে ধান ঘরে তোলা নিয়ে শঙ্কিত দেশের প্রত্যন্ত অঞ্চলের গরীব কৃষকরা। ঠিক এমন মূহুর্তে গত বছরের ন্যায় এবারও টাঙ্গাইলের সখীপুর উপজেলা ছাত্রলীগের সদস্যরা কৃষকদের ধান কেটে ঘরে তোলে দেওয়ার উদ্যোগ নিয়েছেন।

 

তারই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার উপজেলার বহুরিয়া ইউনিয়নের কালমেঘা গ্রামের বিধবা রহিমা খাতুনের ৩০ শতাংশ জমির ধান কেটে বাড়ি পৌছে দিয়েছেন ছাত্রলীগের সদস্যরা।

 

সখীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মীর্জা শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। এসময় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ রাসেল আল মামুন সহ অন্যান্য ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

এক সদস্য জানান সকালে রোজা রেখে ১৫-২০ জনের একটি দল ৩০ শতাংশ জমির ধান কেটে বাড়ি পৌছে দিতে পেরে খুব ভালো লাগছে।

 

এ সময় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জানান, প্রধানমন্ত্রী ও বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও সম্পাদকের নির্দেশনায় প্রত্যন্ত অঞ্চলে অসহায় কৃষকদের জমির ধান বিনা খরচে ছাত্রলীগের সদস্যরা বাড়ি পৌছে দিবেন। পাশাপাশি আমাদের এ কার্যক্রম ধান কাটা শেষ না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।

 

জমির মালিক বিধবা রহিমা খাতুন জানান, আর্থিক সংকটে জমির পাকা ধান কাটা নিয়ে সন্দিহান ছিলাম, ছাত্রলীগের এসব ছেলেদের উপকাররের কথা কোনদিন ভুলমু না।

 

যাযাদি/ এমডি