​ডিম ভেঙ্গে যাওয়ায় জরিমানা ৩৫ হাজার টাকা

প্রকাশ | ০৪ মে ২০২১, ২১:০০

স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা

 

 

ইটভাটার মাটি পড়ে বৃষ্টিতে রাস্তায় হয়েছে কাঁদা। এরপর ঘটছে দূর্ঘটনা। এতে এক ডিম ব্যবসায়ীর গাড়ি উল্টে ভেঙ্গেছে ডিম। ক্ষতিগ্রস্থ ডিম ব্যবসায়ীকে মোবাইল কোর্টের মাধ্যমে ৩৫ হাজার টাকা ক্ষতিপূরন আদায় করে দিয়েছেন উপজেলা প্রশাসন।

 

উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়, চুয়াডাঙ্গা-দামুড়হুদা প্রধান সড়কের পাশে রাজা ব্রিকসের মাটি ফেলে রাখায় বৃষ্টিতে কাঁদা-মাটি পিচ্ছিল হয়ে সড়কে দূর্ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে এক ডিম ব্যসবায়ী আলমসাধূ গাড়ি ভর্তি ডিম নিয়ে যাবার সময় ডিমগুলো ভেঙ্গে যায়। এরপর বিষয়টি নজরে আসে উপজেলা প্রশাসনের। সকাল সাড়ে দশটায় দামুড়হুদা এসিল্যান্ড সুদীপ্ত কুমার সিংহ ঘটনাস্থলে যান। ডেকে পাঠান ভাটা মালিক ইকবাল মাহমুদ টিটোকে। সেই সাথে ক্ষতিগ্রস্থ ডিম ব্যবসায়ীকেও ডেকে পাঠানো হয়।

 

এরপর ইটভাটা মালিককে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ টাকা ডিমের মালিক জয়রামপুর কাঠাঁলতলা গ্রামের মোঃ এনামুর কে দেয়া হয়। আর ডিমের গাড়ি চালক ও হেলপারকে ৫’শ টাকা করে দেয়া হয়।

এসিল্যান্ড সুদীপ্ত কুমার সিংহ জানান, রাস্তার উপরের দু’পাশের সমস্ত মাটি কেটে  শ্রমিক দিয়ে রাস্তার পাশে ফেলা হয়েছে। সেই সাথে রাজা ব্রিকসের মালিককে চারটি শর্তজুড়ে মুচলেকা নেয়া হয়েছে। শর্তগুলো হচ্ছে- ব্রাকের অফিস থেকে রাজা ব্রিকসের অপর পাশ পর্যন্ত সকল রাস্তা সকাল-বিকাল পরিষ্কার রাখবে । রাস্তার পাশে রাখা ইট আগামী ৭ দিনের মধ্যে সরিবে নেবে। মাটি পরিবহনের সময় অবশ্যই পলিথিন/ চটের বস্তা ব্যবহার করবে। এগুলো রাজা ব্রিকসের মালিক আগামী ৭ দিনের মধ্যে অবশ্যই নিশ্চিত করবে।

দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিল্টন খান, এটিও সেলিম স্থানীয় সংবাদকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

 

যাযাদি/এস