শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

​ফেনীর সহদেবপুরে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে কিশোরের মৃত্যু

ফেনী প্রতিনিধি
  ০৪ মে ২০২১, ২১:৪৯

ফেনী শহরের উত্তর সহদেবপুরে মঙ্গলবার দুপুরে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে সঞ্জীব দাস (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত সঞ্জীব ফেনী মডেল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

নিহত কিশোরের পিতা ফার্ণিচার মিস্ত্রী পরিমল দাস জানান, দুপুরে হালকা বাতাস ও বৃষ্টি শুরু হলে সঞ্জীব বাড়ীর পাশে আম কুড়াতে যায়। এসময় হঠাৎ বজ্রপাতে তার ছেলে মাটিতে পড়ে যায়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: ইকবাল হোসেন ভূঁইয়া বজ্রপাতে এক কিশোরের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

ফেনী মডেল থানার ওসি মো. নিজাম উদ্দিন জানান, উত্তর সহদেবপুর বজ্রপাতে এক শিশুর মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে। বিস্তারিত জানার জন্য পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে