চাটখিলে পুরুষোত্তমপুর বাংলাবাজার-মমিনপুর সড়কের বেহাল দশা

প্রকাশ | ০৫ মে ২০২১, ১২:১৮

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি

চাটখিল উপজেলার ১নং শাহাপুর ইউনিয়নের পুরুষোত্তমপুর বাংলাবাজার থেকে পর্যন্ত ৪কিলোমিটার সড়কের ৩কিলোমিটার সড়ক চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ফলে এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সড়কটি সংস্কারের জন্য এলাকাবাসীর পক্ষ থেকে স্থানীয় ইউনিয়ন পরিষদসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে আবেদন-নিবেদন করেও কোন লাভ হয়নি।

 

সরজমিনে গিয়ে এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, দীর্ঘ দিন থেকে সড়কটি সংস্কার না করায় বর্তমানে এই ৪কিলোমিটার সড়কের মধ্যে ৩কিলোমিটার সড়ক সম্পূর্ণরূপে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। তাই সড়কটি দিয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। প্রতিদিন হাজার হাজার লোকজন নিজেদের প্রয়োজনে পায়ে হেটে চলাচল করতে বাধ্য হচ্ছে। সড়কটি দিয়ে স্কুল, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা পায়ে হেটে যাতায়াত করতে হচ্ছে।

 

স্থানীয় ইউ.পি মেম্বার আনিসুর রহমান বলেন, সড়কটি সংস্কারের জন্য অনেক চেষ্টা করেও কোন কাজ হয়নি।

 

স্থানীয় ইউ.পি চেয়ারম্যান গোলাম হায়দার কাজল সড়কটির দুরাবস্থা কথা স্বীকার করে বলেন, সড়কটি সংস্কার করতে অনেক টাকার প্রয়োজন যাহা ইউনিয়ন পরিষদের পক্ষে সম্ভব না। তাই সড়কটি সংস্কারের জন্য তিনি স্থানীয় সংসদ সদস্যের কাছে আবেদন করেছেন। সংসদ সদস্য সড়কটি সংস্কারের আশ্বাস দিয়েছেন তবে এখনো কোন ব্যবস্থা নেননি।  

 

যাযাদি/ এমডি