ভেদরগঞ্জে জমিতে ছাগল যাওয়াকে কেন্দ্র করে মারধর, থানায় অভিযোগ

প্রকাশ | ১০ মে ২০২১, ১১:৪১

ভেদরগঞ্জ(শরীয়তপুর) প্রতিনিধি

 

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার চারভাগা ইউনয়িনে ৯নং ওয়ার্ডে মাঝি কান্দি গ্রামের বাসিন্দা রানী বেগমকে মারধর ও মেরে ফেলার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে নাসির ছৈয়ালের বিরুদ্ধে। এঘটনায় সখিপুর থানায় একটি নারী নির্যাতনের অভিযোগ করা হয়েছে।

 

অভিযুক্তরা হলেন,নাসির ছৈয়াল (৪০), রিয়া আক্তার, সাহিনা বেগম।

 

রানী বেগম বলেন, আমার ছাগল নাসির ছৈয়ালের জমিতে ছাগল গিয়েছিলো তাই আমার ছাগলের বাচ্চাকে মারে। আমি বাধা দিতে গেলেই আমাকে লাঠি দিয়ে বেধম ভাবে মারধর করে ও মেরে ফেলবে বলে রামদা নিয়ে তাড়া করে। আমার মাথায় আঘাত করে নাসির মল্লিক ও তার বউ সাহিনা। পরে আমাকে হাসপাতালে নিলে চিকিৎসা নিয়ে এখন বাড়িতে বিশ্রামে আছি। এ ভয়ে আমি সখিপুর থানায় একটি নারী নির্যাতনের অভিযোগ করেছি।

 

সরজমিনে গেলে অভিযুক্ত নাসির ছৈয়ালকে পাওয়া যায়নি। একাধিকবার ফোন কল করেও কোন সারা দেয় পাওয়া যায়নি।

 

এ বিষয় সখিপুর থানার থানার ওসি আসসাদুজ্জামান হাওলাদার, আমাদের কাছে একটি অভিযোগ আসছে ছাগল জমিতে যাওয়া নিয়ে বিরোধের মারামারি হয়েছিলো। একটি নারী নির্যাতনের অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

 

যাযাদি/ এমডি