আনোয়ারায় সিলিন্ডার বিস্ফোরণে নারীসহ দগ্ধ ৪

প্রকাশ | ১০ মে ২০২১, ১৩:১৬

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

 

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুমচড়া ইউনিয়নে একটি বসতঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারীসহ ৪ জন দগ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। রোববার(৯ মে) রাতে বরুমচড়াা ৫নং ওয়ার্ডের ইছহাক সওদাগরের বাড়িতে আহমদ হোসেনের ঘরে এ দুর্ঘটনা ঘটে। আহতরা চট্টগ্রামের মেডিকলেজ হাসপাতালে চিকিৎসাধিন আছে। এদের মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক বলে জানাযায়।

 

ঘটনার প্রত্যক্ষদর্শী ও আহমদ হোসেনের ভাতিজা এয়ার মুহাম্মদ জানায়, রবিবার সন্ধ্যায় আহমদ হোসেন (৪৫) বাজার থেকে একটি গ্যাস সিলিন্ডার আনলে সেটা দিয়ে গ্যাস নির্গত হতে থাকে। এটি চুলার সাথে লাগানোর সময় আরো বেশি গ্যাস নির্গত হতে থাকলে পরিবারের লোকজন সিলিন্ডারটি রান্না ঘরের বাহিরে রেখে দেয়। এসময় পার্শবর্তি ঘরের চুলা থেকে আগুন ধরে গেলে সিলিন্ডারটি বিস্ফোরণ ঘটে।

 

এ ঘটনায় মো. ফরহাদ (২২), আরব আলী (৫০), আবদুর রহমান (৭০) ও তানজিনা আক্তার (২৫) নামে ৪ জন অগ্নি দগ্ধ হয়। পরিবারের লোকজন তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। আহতদের মধ্যে মো. ফরহাদ ও তানজিনা আক্তারের অবস্থা আশংকাজনক বলে জানায় তিনি।

 

যাযাদি/এসএইচ