গোপালগঞ্জে কর্মহীন মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ

প্রকাশ | ১০ মে ২০২১, ১৪:১৩

গোপালগঞ্জ প্রতিনিধি

 

গোপালগঞ্জে কর্মহীন মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করেছে জেলা প্রশাসন। সোমবার সকালে সদর উপজেলার গোপীনাথপুর আশ্রায়ণ প্রকল্পের ৯০ টি অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

 

একইদিন তিনি কাশিয়ানী উপজেলার ফুকরা আশ্রায়ন পক্রল্পের ১৫০ টি পরিবারের মাঝে ও মুকসুদপুর উপজেলার বেজড়া ভাটরা আশ্রায়ন প্রকল্পের ৪৪ টি পরিবার্রে মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

 

এদিন প্রধানমন্ত্রীর পক্ষে গোপালগঞ্জ সদর, কাশিয়ানী ও মুকসুদপুরের বিভিন্ন আশ্রায়ন প্রকল্পে মোট ৬৪৪ টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করা হয়। এসব উপহার সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, চিনি, সেমাইও গুড়া দুধ। প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের বাস্তবায়নে এসব খাদ্য সামগ্রী বিতর করা হয়েছে।

 

প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণকালে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা  মোঃ আব্দুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইলিয়াছুর রহমান. সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুর রহমান. কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার রথীন্দ্রনাথ রায়, মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জোবায়ের রহমান রাশেদ, এনডিসি মিলন সাহা, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মামুন খান উপস্থিত ছিলেন।

 

যাযাদি/ এমডি