বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

৫৫ পরিবারের মুখে হাসি ফুটানোর চেষ্টা

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
  ১১ মে ২০২১, ১৪:২৯

ঈদ-উল-ফিতরে নিজের খরচ কমিয়ে তা এক সাথে করে একটি ফান্ড তৈরি করে গাজীপুর জেলার কালীগঞ্জ পৌর এলাকার ভাদার্ত্তী দক্ষিণপাড়া গ্রামের একদল যুবক। আর সেই ফান্ডের টাকায় গ্রামের ৫৫টি পরিবারকে দেওয়া হলো ঈদ উপহার। এদের মধ্যে রয়েছে ওই গ্রামের বিধবা, প্রতিবন্ধি, কর্মহীন পরিবার।

সোমবার (১০ মে) দিবাগত রাতে সবাই যখন ঘুমিয়ে পড়েছে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে এ ঈদ সামগ্রী পৌঁছে দেওয়া হয়। এ সময় সবাই ঘুমিয়ে পড়লেও দরজার সামনে ঈদ সমাগ্রী রেখে চলে আসে কিছু স্বেচ্ছাসেবী যুবক। আর ব্যাগের উপর লেখা আমাদের সাধ্য মতো আপনাদের জন্য ঈদ উপহার।

ঈদ সামগ্রীর মধ্যে ছিল পোলার চাউল, সেমাই, চিনি, দুধ, ডাল, পিয়াঁজ, লবন, ও তৈল।

শুভ বণিকনামের এক রেমিটেন্স যোদ্ধা বলেন, আসলে মানুষের চাহিদার তো আর শেষ নেই। আমাদেরও মনে হয়েছে আরো কিছু আইটেম দিলে বা আরো কিছু সংখ্যক মানুষকে দিতে পারলে ভাল লাগতো। কিন্তু আমাদের সাধ থাকলেও সাধ্য ছিলনা। আমরা আমাদের সাধ্যের মধ্যে যতটুকু পেরেছি, দেওয়ার চেষ্টা করেছি। ভবিষ্যতে সুযোগ হলে আরো বেশি আইটেম বা বেশি সংখ্যক পরিবারকে দেওয়ার চেষ্টা থাকবে।

যাযাদি/ এমডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে