শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সাভারে ওয়াসিল উদ্দিন ফাউন্ডেশনের “এক মিনিটের ঈদ বাজার“ উদ্বোধন

সাভার প্রতিনিধি
  ১১ মে ২০২১, ১৫:৩৪

করোনা মহামারীতে কর্মহীন অসহায় ও দুস্থ মানুষদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে সাভারে ব্যতিক্রমী ১ মিনিটের ঈদ বাজার চালু করা হছে।

মঙ্গলবার সাকালে তেঁতুলঝোড়া ইউনিয়ন করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির কন্ট্রোল রুমের সামনে ৩ দিন ব্যাপী বিনা মূল্যে এ ঈদ বাজারের উদ্বোবধন করেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।

তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর আয়োজনে এ ঈদ বাজার আজ থেকে চলবে আগমী তিন দিন। এক মিনিটের ঈদ বাজার নামে অস্থায়ী বিভিন্ন স্টল থেকে শিশুকিশোর সহ নানা বয়সী মানুষরা বিনামূল্যে ঈদ উপহার সামগ্রী সগ্রহ করে। বিনামূল্যে ঈদের জামা কাপড় পেয়ে খুশী সমাজের নানা বয়সী অসহায়রা। প্রথম দিন ৫শত পরিবার মাঝে নতুন জামা কাপড় দেওয়া হয়।

এ সময় ইউপি চেয়ারম্যান জানান, করোনা ভাইরাসের কারণে মানুষের হাতে অর্থ নেই। তাদের খাবার দেবার পাশাপাশি মুখে হাসি তুলে দেওয়ার জন্য বিনামূল্যে ঈদের নতুন জামা কাপড় তুলে দেবার জন্য এই আয়োজন।

যাযাদি/ এমডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে