বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

​বাহুবলে অগ্নিকান্ডে ১৫টি দোকান-বাসা পুড়ে ছাঁই ॥ অর্ধকোটি টাকার ক্ষতি

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি
  ১১ মে ২০২১, ১৭:২৬

বাহুবলে মধ্যরাতে মার্কেটে অগ্নিকান্ডের ঘটনায় পুড়ে ছাঁই হয়েছে ১৫টি দোকান ও বাসা। উপজেলা সদরস্থ হাসপাতাল এলাকার মুলুক চাঁন বিবি কমপে¬ক্স মার্কেটে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করছেন ক্ষতিগ্রস্থরা। সোমবার রাত ১১টা থেকে শুরু হওয়া অগ্নিকান্ড নিয়ন্ত্রণে আসে সাড়ে ১২টা দিকে। প্রথম দিকে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও পরে ফায়ার সার্ভিস এসে চূড়ান্তভাবে আগুণ নিয়ন্ত্রনে আনে। তবে ততক্ষণে লাব্বায়েক স্টোর, উচ্চল সার্ভিসিং স্টোর, আবরাম ফার্নিচার মার্ট, রয়েল ফিজিওথেরাফি, আলাহ ভরসা ভেরাইটিজ স্টোর, আল-মদিনা ফার্নিচারসহ পুরো মার্কেটে থাকা প্রায় ১৫টি দোকান ও বাসা পুড়ে ছাঁই হয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের ধারণা বৈদ্যতিক শর্টসার্কিটজনিত কারণে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে।

শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ আরিফুল ইসলাম জানান, অগ্নিকান্ডের খবর পাওয়া মাত্রই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুণ নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিক তিনি অগ্নিকান্ডের সূত্রপাত সম্পর্কে কিছু বলতে পারেননি।

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে