​নাসিরনগরে পাঁচশত অসহায় পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ

প্রকাশ | ১১ মে ২০২১, ১৭:৪১

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সৈয়দ পরিবারের অর্থায়নে করোনা সংকটে অসহায় ও উপার্জনহীন হয়ে পড়া ৫শত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

মঙ্গলবার সকালে উপজেলার গোকর্ণ সৈয়দ ওয়ালী উল্লাহ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সামাজিক দুরত্ব¡ বজায় রেখে অসহায়, গরীব মানুষের মাঝে মুরগী, পোলার চাল, চিনি, তেল, পেয়াঁজ, আলু, লবন, সেমাই ও দুধসহ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

 

ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন লায়ন্স ক্লাব অব ঢাকা নর্দানের প্রেসিডেন্ট সৈয়দ মোঃ শরীফ। এ সময় সোনালী ব্যাংক কর্মকর্তা সৈয়দ মোঃ শাহীন, বায়িং হাউজের পরিচালক সৈয়দ জাকির হোসেন, ব্যবসায়ী সৈয়দ বাহা উদ্দিন বাহা, সৈয়দ টিটুসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

এর আগে সৈয়দ পরিবারের অর্থায়নে গোর্কণ ইউনিয়নের ৪টি ওয়ার্ডের অসহায়, গরীব ও কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।

 

যাযাদি/এস