​টেকনাফে মালয়েশিয়াগামী ১৮ রোহিঙ্গাসহ দুই দালাল আটক

প্রকাশ | ১১ মে ২০২১, ১৯:৫০

মোঃ আরাফাত সানী (কক্সবাজার) টেকনাফ প্রতিনিধি

 

 

কক্সবাজারের টেকনাফ থেকে মালয়েশিয়া যাওয়ার পথে ১৮ রোহিঙ্গা সহ ২ দালাল কে আটক করেছেন টেকনাফ মডেল থানা পুলিশ।

 

১১ মে (মঙ্গলবার) ভোর রাতে তাদের আটক করতে সক্ষম হয় বলে জানাগেছে। টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের জালিয়া ঘাটা রফিকুল এর বসত বাড়ি হতে তাদের আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে কিছু রোহিঙ্গা মালয়েশিয়া পাচার হতে পারে এমন সংবাদের ভিত্তিতে হ্নীলা জাদিমুড়া জালিয়ার ঘাটে অবস্থান নেয় পুলিশ।

 

পরে বাড়িতে বিভিন্ন এলাকার মানুষ জড়িত আছে পাচার হওয়ার জন্য সে সংবাদে তাহার বাড়িতে অভিযান পরিচালনা করেন টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মোঃ খোরশেদ আলমের নেন্তৃন্তে একদল সঙ্গীয় ফোর্স তাদের ঘটনা স্থল হতে আটক করতে সক্ষম হয়। আটক কৃতদের মধ্য ২ দালাল,১০ নারী ও ৫জন শিশু বলে জানাগেছে। এবং তাদের কাছ থেকে ২ ভরি ৭আনা স্বর্ণ ও ১লাখ ১০হাজার টাকা সহ বিভিন্ন ব্যাংকের চেক উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন। এ বিষয়ে টেকনাফ মডেল থানার (ওসি) মোঃ হাফিজুর রহমান জানায়, মাদক ও মানব পাচারে কোন প্রকার ছাড় নাই। আটককৃতদেন আইনি প্রক্রিয়া শেষে কক্সবাজার জেলা আদালতে প্রেরন করা হয়।

 

যাযাদি/ এস