​ঝিনাইগাতীতে ৪টি ইউনিয়নে অসহায় পরিবারকে নগদ অর্থ প্রদান

প্রকাশ | ১১ মে ২০২১, ২০:০৮

ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় মঙ্গলবার কাংশা, হাতিবান্ধা ও  নলকুড়াসহ ৪টি ইউনিয়নে সকাল থেকে বিকাল পর্যন্ত স্বাস্থ্যবিধি না মেনে পবিত্র ঈদুলফিতর উপলক্ষে ভিজিএফর নগদ অর্থ ইউনিয়নের অসহায়, গরিব, দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।

 

৪টি ইউনিয়নের উপকারভোগীদের মাঝে নগদ ৪৫০ টাকা করে তাদের হাতে তুলে দেন সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান ও সচিবরা। এ ব্যাপারে কাশা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব জহুরুল হক জানান, ১৮৩৭ জনকে সুষ্ঠুভবে নগদ  ৪৫০ টাকা করে প্রদান করা হয়েছে। এই ইউনিয়নে প্রধানন্ত্রীর পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানানো হয়েছে বলে জানান তিনি। হাতিবান্ধা চেয়ারম্যান মো. আলী আকবর জানান, আজ ১৩০০ জন প্রাপ্ত ব্যক্তির মাঝে নগদ টাকা প্রদান করা হয়েছে।

 

এছাড়াও সদর চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁন, নলকুড়ার চেয়ারম্যান মজনু মিয়া নগদ অর্থ বিতরণ করেছেন। টাকা বিতরণের সময় কোভিড-১৯ করোনাভাইরাস প্রতিরোধে কোথাও স্বাস্থ্যবিধি মানার লক্ষণ দেখা যায়নি। নলকুড়া ইউনিয়নে উপকারভোগীদের উপস্থিতি খুবই কম দেখা গেছে।

 

যাযাদি/ এস