মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

​বরিশাল বিমানবন্দরে মদসহ যাত্রী আটক

বরিশাল অফিস
  ১১ মে ২০২১, ২০:৩৩

বরিশাল বিমানবন্দরে এক বোতল বিদেশি মদসহ এক যাত্রীকে আটক করেছেন আনসার সদস্যরা। এ ঘটনায় দুই নিরাপত্তা প্রহরীকে সাময়িক অব্যাহতি দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। বিমানবন্দরের স্ক্যানিং পার হওয়ার পর মঙ্গলবার (১১ মে) দুপুরে তাকে আটক করা হয়। আটক মাহামুদুল হাসানের বাড়ি নাটোরের লালপুর এলাকায়। তিনি পটুয়াখালীর কলাপাড়ায় একটি সরকারি প্রকল্পের প্রকৌশলী। বিমানবন্দরের আনসার কমান্ডার জসীম উদ্দিন তালুকদার জানান, মাহামুদুল হাসান স্ক্যানিং পার হয়ে যাওয়ার পর সন্দেহ হলে তাকে তল্লাশি করা হয়। এ সময় তার হাতের ব্যাগে বিদেশি মদের বোতল পাওয়া যায়। মদ জব্দ করে মাহামুদুলকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, কর্তব্যে অবহেলার কারণে স্ক্যানিংয়ের দুই নিরাপত্তা প্রহরী মো. কাদের ও মো. শহীদকে দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। বিমানবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ চন্দ্র হালদার জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার একটি ফ্লাইটে ওই যাত্রীর বরিশাল থেকে ঢাকা যাওয়ার কথা ছিল। আটক মাহামুদুল জানান, তিনি বাড়ি যাচ্ছিলেন। মদের বোতলটি তাকে প্রকল্পের বিদেশি সহকর্মীরা উপহার দিয়েছেন।

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে